বাংলা ভাষায় মিনি সাগার প্রথম সংকলন। লেখকেরও প্রথম বই। এতে আছে ৫০টি বিভিন্ন স্বাদের মিনি সাগা, যার থেকে কিছু মিনি সাগা সৃষ্টি ও কর্ণিকা ওয়েবম্যাগ দুটিতে ছাপা হয়েছে। বইয়ের ভূমিকায় লেখক বলেছেনঃ
“দি ডেইলি টেলিগ্রাফ আয়োজিত ১৯৯৯ সালের মিনি সাগা প্রতিযোগিতার নিয়ম – পঞ্চাশ শব্দের মধ্যে গল্পের শুরু, বিস্তার, শেষ; শিরোনাম সর্বাধিক পনের শব্দের, হাইফেন দিয়ে জোড়া শব্দের সংখ্যা লেখকের স্বেচ্ছাধীন -মেনে এই সংকলনের পঞ্চাশটা মিনি সাগা লিখেছি।
অন্যান্য তথ্যঃ
প্রথম প্রকাশঃ জানুয়ারি, ২০১২
প্রচ্ছদঃ রোহণ কুদ্দুস (rohonkuddus@gmail.com)
প্রকাশকঃ রমা চট্টোপাধ্যায়, সুচেতনা, ১৬এ টেমার লেন, কলকাতা ৭০০০০৯, (rama.suchetana@gmail.com)
মুদ্রকঃ বাসব চট্টোপাধ্যায়, শিলালিপি, ১৬এ টেমার লেন, কলকাতা ৭০০০০৯ (basab.suchetana@gmail.com)
বইটা নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারেন এখানেওঃ sendfeedbacktosanhita@gmail.com
দাম ও ডাক মাশুল নিচের ছকে জানানো হলোঃ
(Price and Postage as detailed below:)
কিনতে হলে নিচের "এখনই কিনুন" লিঙ্ক অনুসরণ করুন। ঐ লিঙ্ক যে ফর্মে নিয়ে যাবে সেখানে ক্রেতা ও প্রাপকের বিবরণ ভরে দেওয়ার পর দাম ও মাশুল মেটানোর জন্য বিক্রেতার ব্যাঙ্ক বিবরণ জানানো হবে।
(For buying follow "Buy Now" link below. The aforesaid link will lead to a form. On the form the details of buyer and delivery point need to be filled up. Afterwards the seller's bank details will be provided for payment.)
No comments:
Post a Comment